দু‘আ-২১

رَبِّ زِدْنِیْ عِلْمًا۱۱۴
উচ্চারণঃ রাব্বি ঝিদনী ‘ইলমা-।
অর্থঃ পরওয়ারদেগার! আমার ইলম বাড়িয়ে দিন।২৩
উৎসঃ -সূরা তাহা : ১১৪
উপকারিতাঃ
২৩. এই দু‘আ স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেখানো হয়েছে। এ থেকে ইলমের মর্যাদা বোঝা যায়। ইলম বাড়িয়ে দেওয়ার এ দু‘আয় জানা ইলম স্মরণ থাকার, অজানা ইলম হাসিল হওয়ার, যা অর্জিত হওয়ার নয় তাতে অর্জিত না হওয়ার কল্যাণ উপলব্ধি করার এবং সকল ইলম উত্তমরূপে বোঝার প্রার্থনা সবই শামিল। এখানে খুব ভালোভাবে বুঝতে হবে যে, কুরআনের পরিভাষায় ‘ইলম’ মানে ঐ ইলম, যা আল্লাহর মারিফাত লাভের উপায় হয়। বর্তমান যুগের ঐ সকল জ্ঞান-বিজ্ঞান ও বিদ্যার সাথে এর বিন্দুমাত্র সম্পর্ক নেই, যা আল্লাহর মারিফাতের পরিবর্তে আল্লাহ বিস্মৃতি, আখিরাতবিমুখতা ও পরিণাম সম্পর্কে উদাসীনতা সৃষ্টি করে। এ সকল বিদ্যা ও দক্ষতা শরীয়তের ভাষায় ইলম নয়, জাহেলিয়াত।