দু‘আ-১৯

share dua

رَبَّنَاۤ اٰتِنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً وَّ هَیِّئْ لَنَا مِنْ اَمْرِنَا رَشَدًا۝۱۰

উচ্চারণঃ রাব্বানাআ-তিনা-মিল্লাদুনকা রাহমাতাওঁ ওয়া হাইয়ি’ লানা-মিন আমরিনা-রাশাদা-।

অর্থঃ হে আমাদের পরওয়ারদেগার! আমাদের দান করুন আপনার নিজের পক্ষ হতে (বিশেষ) রহমত এবং ব্যবস্থা করুন আমাদের জন্য আমাদের কর্মের সফলতার।২১

উৎসঃ -সূরা কাহফ : ১০

উপকারিতাঃ

وَّ هَیِّئْ لَنَا مِنْ اَمْرِنَا رَشَدًا থাকে। رَحْمَةً

২১. এটি আসহাবে কাহফের দু‘আ। (এবং ব্যবস্থা করুন আমাদের জন্য আমাদের কর্মের সফলতার)। সফলতার অনুকূল পরিবেশ সৃষ্টি একমাত্র আল্লারই হাতে। তাই আল্লাহর মকবুল বান্দাদের দৃষ্টি তাঁর প্রতিই থাকে। رَحْمَةً শব্দের ‘নাকিরা’রূপে প্রয়োগ বিশেষ বড় রহমতের অর্থ নির্দেশ করছে।


এ সম্পর্কিত আরও দু’আ...