দু‘আ-১৯
رَبَّنَاۤ اٰتِنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً وَّ هَیِّئْ لَنَا مِنْ اَمْرِنَا رَشَدًا۱۰
উচ্চারণঃরাব্বানাআ-তিনা-মিল্লাদুনকা রাহমাতাওঁ ওয়া হাইয়ি’ লানা-মিন আমরিনা-রাশাদা-।
হে আমাদের পরওয়ারদেগার! আমাদের দান করুন আপনার নিজের পক্ষ হতে (বিশেষ) রহমত এবং ব্যবস্থা করুন আমাদের জন্য আমাদের কর্মের সফলতার।২১
-সূরা কাহফ : ১০
২১. এটি আসহাবে কাহফের দু‘আ। وَّ هَیِّئْ لَنَا مِنْ اَمْرِنَا رَشَدًا (এবং ব্যবস্থা করুন আমাদের জন্য আমাদের কর্মের সফলতার)। সফলতার অনুকূল পরিবেশ সৃষ্টি একমাত্র আল্লারই হাতে। তাই আল্লাহর মকবুল বান্দাদের দৃষ্টি তাঁর প্রতিই থাকে। رَحْمَةً শব্দের ‘নাকিরা’রূপে প্রয়োগ বিশেষ ও বড় রহমতের অর্থ নির্দেশ করছে।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে