দু‘আ-১৭
رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّیٰنِیْ صَغِیْرًاؕ۲۴
উচ্চারণঃরাব্বির হামহুমা-কামারাব্বাইয়া-নী সাগীরা
পরওয়ারদেগার! আমার বাবা-মাকে ঐ রকম রহম করুন যেমন তারা আমাকে শৈশবকালে (দয়ার সাথে) লালন-পালন করেছেন।১৯
-সূরা বানী ইসরাইল : ২৪
১৯. এ দু‘আ বিশেষভাবে আল্লাহর পক্ষ হতে নির্দেশিত। এ থেকে বোঝা যায়, পিতামাতার সাথে কেমন মমতা ও মর্যাদাপূর্ণ আচরণ করা চাই। رَّبِّ (রব) ও رَبَّیٰنِیْ (রাব্বায়ানী) শব্দদ্বয়ের সাযুজ্য লক্ষ্য করার মতো। অক্ষম অসহায় শিশুর প্রতিপালনে আছে আল্লাহর তাআলার সর্বব্যাপী প্রতিপালনগুণের এক সামান্য ঝলক।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে