দু‘আ-১৩

رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظّٰلِمِیْنَۙ۸۵ وَ نَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكٰفِرِیْنَ۸۶
উচ্চারণঃ রাব্বানা-লা-তাজ‘আলনা-ফিতনাতাল লিলকাওমিজ্জা-লিমীন। ওয়া নাজজিনা-বিরাহমাতিকা মিনাল কাওমিল কা-ফিরীন।
অর্থঃ হে আমাদের পরওয়ারদেগার! আমাদেরকে জালিম কওমের জুলুমের শিকার কোরেন না এবং নিজ দয়ায় আমাদের জালিম কওমের পাঞ্জা থেকে মুক্ত করুন। (অর্থাৎ আমাদের উপর যতদিন তাদের শাসন নির্ধারিত, ততদিন যেন আমাদের উপর জুলুম করতে না পারে। এরপর তাদের শাসন থেকেই আমাদের নিষ্কৃতি দিন।)১৫
উৎসঃ -সূরা ইউনুস : ৮৫-৮৬
উপকারিতাঃ
১৫. কুরআন-হাদীসে শুধু সুন্দর পরিণামের দু‘আই শেখানো হয়নি, নিরাপদ জীবনের দু‘আও শেখানো হয়েছে। কতিপয় হালতপ্রবণ দরবেশ ও মস্তীপ্রবণ লোকদের থেকে বিপরীত যা কিছু বর্ণিত হয়েছে, তা মোটেই সঠিক নয়। জালিম কওমের অধীন কিংবা আল্লাহ-বিস্মৃত সরকারের প্রজা হয়ে কেউ দেখতে পারেন, কত রকমের তিক্ত ও মর্মান্তিক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়!