দু‘আ-১২
اَنْتَ وَلِیُّنَا فَاغْفِرْ لَنَا وَ ارْحَمْنَا وَاَنْتَ خَیْرُ الْغٰفِرِیْنَ۱۵۵
উচ্চারণঃআনতা ওয়ালিইউনা-ফাগফিরালানাওয়ারহামনা-ওয়া আনতা খাইরুল গা-ফিরীন।
আপনিই তো আমাদের মদদকারী। আমাদের ক্ষমা করুন এবং আমাদের উপর রহম করুন। আপনি শ্রেষ্ঠ ক্ষমাকারী। (কারণ, আপনার ক্ষমাই প্রকৃত ও নিশ্চিত ক্ষমা। মাখলুকের ক্ষমা তো প্রকৃত ক্ষমা নয়, যে কিনা নিজেই আপনার ক্ষমার মুখাপেক্ষী)।১৪
-সূরা আ’রাফ : ১৫৫
১৪. اَنْتَ وَلِیُّنَا (আপনিই তো আমাদের মদদকারী)। আপনারই মদদ ও নুসরত এবং আপনারই কর্ম সম্পাদনের উপর আমাদের ভরসা। وَ ارْحَمْنَا (আমাদের উপর রহম করুন)। বিভিন্ন দু‘আয় পুনঃ-পুনঃ রহমত কামনা বিশেষ মনোযোগের দাবিদার। নিজ আমলের উপর কণাপরিমাণ ভরসাও বান্দার হতে পারে না। পূর্ণ ভরসা হবে তাঁরই দয়া ও করুণার উপর।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে