দু‘আ-১০

share dua

رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا وَ اِنْ لَّمْ تَغْفِرْ لَنَا وَ تَرْحَمْنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِیْنَ۝۲۳

উচ্চারণঃ রাব্বানা-জালামনা আনফুছানা-ওয়া ইল্লাম তাগফির লানা-ওয়া তারহামনা-লানাকূনান্না মিনাল খা-ছিরীন।

অর্থঃ হে আমাদের রব! আমরা তো নিজেদের উপর জুলুম করেছি। আপনি যদি আমাদের মাফ না করেন এবং আমাদের উপর রহম না করেন, তাহলে নিঃসন্দেহে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। (কারণ, আপনি ছাড়া আর কে আমাদের লাভের মুখ দেখাতে পারে?)১২

উৎসঃ -সূরা আ‘রাফ : ২৩

উপকারিতাঃ

ظَلَمْنَاۤ اَنْفُسَنَا

১২. (আমরা তো নিজেদের উপর জুলুম করেছি)। নিজের উপর জুলুম করার একটি পর্যায় এই যে, পরিষ্কার ক্ষতিকর কাজকর্ম বিনা দ্বিধায় করতে থাকা। যেমন- কোনো রোগী অবিরাম অনিয়ম করতে থাকল। এর আরেক পর্যায়, হঠাৎ কখনো অসতর্কতার কারণে কোনো পদস্খলন ঘটে যাওয়া। তো আল্লাহ তা‘আলা যে কাজে নারাজ হন, তাতে লিপ্ত হওয়া নিজের উপর জুলুম।


এ সম্পর্কিত আরও দু’আ...