দু‘আ-৫

share dua

رَبَّنَاۤ اِنَّنَاۤ اٰمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَ قِنَا عَذَابَ النَّارِۚ۝۱۶

উচ্চারণঃ রাব্বানা ইন্নানা আ-মান্না-ফাগফিরলানা-যুনূবানা-ওয়াকিনা‘আযা-বান্না-র

অর্থঃ হে আমাদের পরওয়ারদেগার! আমরা ঈমান এনেছি, অতএব আমাদের গুনাহসমূহ মাফ করুন এবং জাহান্নামের আযাব থেকে আমাদের রক্ষা করুন।৭

উৎসঃ -সূরা আলে ইমরান : ১৬

উপকারিতাঃ

৭. দু‘আয় দয়া লাভের আর্জি কবুলের অসিলা হিসেবে নিজের ঈমানের উল্লেখ হয়েছে যে, আমরা ঈমান এনেছি। আপনাকে আপনার সত্য রাসূলকে সত্য বলে বিশ্বাস করেছি। সুতরাং আমাদের ক্ষমা করুন, আমাদের ত্রুটি-বিচ্যুতি উপেক্ষা করে আমাদের মাগফিরাত নসীব করুন এবং সেই কঠিন চূড়ান্ত আযাব থেকে আমাদের সকলকে রক্ষা করুন।


এ সম্পর্কিত আরও দু’আ...