দু‘আ-ই মাসুরাহ-১
۞ اَللّٰهُمَّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ ظُلْمًا كَثِيْرًا وَّ لَاۤ يَغْفِرُ الذُّنُوْبَ إِلَّا أَنْتَ، فَاغْفِرْ لِيْ مَغْفِرَةً مِّنْ عِنْدِكَ وَارْحَمْنِيْ إِنَّكَ أَنْتَ الْغَفُوْرُ الرَّحِيْمُ
আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফ্সি যুলমান কাছীরাও ওয়ালা ইয়াগ্ফিরুয যুনূবা ইল্লা আন্তা, ফাগ্ফিরলি মাগফিরাতাম মিন ‘ইনদিকা, ওয়ারহাম্নি ইন্নাকা আন্তাল গাফূরুর রহীম।
হে আল্লাহ! আমি আমার নফসের উপর অসংখ্য জুলুম করেছি। ঐসব গুনাহ মাফ করার কেউ নেই আপনি ব্যতীত। অতএব আপনি আমাকে আপনার পক্ষ হতে বিশেষভাবে ক্ষমা করুন এবং আমার উপর অনুগ্রহ করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়াবান।
হযরত আবূ বকর সিদ্দীক (রাযি) হতে বর্ণিত, তিনি বলেন, আমি প্রিয়নবী (ﷺ) এর নিকট আবেদন করলাম যে, আমাকে এমন একটি দু‘আ শিখিয়ে দিন যা আমি নামাযে পড়ব। তিনি বলেন প্রিয় নবী (ﷺ) আমাকে দু‘আয়ে মাছুরা পড়ার নির্দেশ দিলেন।
সহীহ বুখারী, হাদীস নং: ৮৩৪; সুনানে তিরমিযী, হাদীস নং: ৩৫৩১; সুনানে নাসায়ী, হাদীস নং: ৬৩০৩; সুনানে ইবনে মাজা, হাদীস নং: ৩৮৩৫
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে