দরূদ
۞ اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى اۤلِ مُحَمَّدٍ ،كَمَا صَلَّيْتَ عَلٰى إِبْرَاهِيْمَ وَعَلٰى اۤلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ ، اَللّٰهُمَّ بَارِكْ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى اۤلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلٰى إِبْرَاهِيْمَ وَعَلٰى اۤلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ
আল্লাহুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদিও ওয়া আলা ‘আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা ‘আলা ইব্রাহীমা ওয়া ‘আলা আলি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম্ মাজীদ, আল্লাহুম্মা বারিক ‘আলা মুহাম্মাদিও ওয়া ‘আলা আলি মুহাম্মাদ, কামা বারাক্তা ‘আলা ইব্রাহীমা ওয়া ‘আলা আলি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম্ মাজীদ।
হে আল্লাহ! আপনি রহমত বর্ষণ করুন মুহাম্মাদ (ﷺ) ও মুহাম্মাদের পরিবারের উপর, যেমন আপনি রহমত বর্ষণ করেছেন ইবরাহিম (আ.) ও ইবরাহিমের পরিবারের উপর। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ! আপনি বরকত নাযিল করুন মুহাম্মাদ (ﷺ) ও মুহাম্মাদের পরিবারের উপর, যেমন আপনি বরকত নাযিল করেছেন ইবরাহিম (আ.) ও ইবরাহিমের পরিবারের উপর। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও সম্মানিত।
হযরত কা‘আব ইবনে উজরাহ (রাযি) বলেন, আমরা রাসূল (ﷺ) এর নিকট জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রাসূল! আমরা আপনার ও আপনার পরিবার পরিজনের উপর কিভাবে দরূদ পাঠাব? কেননা আল্লাহ তা‘আলা তো আপনার উপর কিভাবে সালাম পাঠাতে হবে তা শিক্ষা দিয়েছেন। এই প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ (ﷺ) দরুদে ইবরাহীমী পড়তে নির্দেশ দিলেন।
সহীহ বুখারী, হাদীস নং: ৩৩৭০; সুনানে তিরমিযী, হাদীস নং: ৪৮৩; সুনানে নাসায়ী, হাদীস নং: ১২৮৮; সুনানে ইবনে মাজা, হাদীস নং: ৯০৪
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে