নাবালক মাইয়্যেতের জন্য দু‘আ

۞ اَللّٰهُمَّ أَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ
উচ্চারণঃ আল্লা-হুম্মা আ‘য়িযহু মিন আযা-বিল ক্বাবরি
অর্থঃ হে আল্লাহ! এ শিশুকে কবরের আযাব থেকে রক্ষা করুন।
উপকারিতাঃ
ইয়াহইয়া ইবনে সাঈদ (রহ) বলেন, আমি সাঈদ ইবনে মুসায়্যাব (রহ)-কে বলতে শুনেছি, আমি আবূ হুরায়রা (রাযি)-এর পিছনে এমন একটি শিশুর জানাযা পড়েছি, যে শিশু কখনও কোন পাপ করে নাই। আমি তাকে এই দু‘আ বলতে শুনেছি।
উৎসঃ মুওয়াত্তা ইমাম মালেক, হাদীস নং: ৫২৩