দু'আ

কবরে মাটি দেওয়ার সময়ে পড়ার দু‘আ

সকল দু'আ একত্রে দেখুন

কবরে মাটি দেওয়ার সময়ে পড়ার দু‘আ

share dua

কোনো মুসলমানের লাশ দাফনের সময় কবরে তিনবার মাটি দেওয়া মুস্তাহাব। উচ্চারণ ও অর্থ: প্রথমবার মাটি দেওয়ার সময় বলবে- مِنْهَا خَلَقْنَاكُمْ (মিনহা খলাক্বনাকুম) এ মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। দ্বিতীয়বার বলবে- وَفِيْهَا نُعِيْدُكُمْ (ওয়া ফী হা নু‘ঈ দুকুম) এ মাটির মধ্যেই তোমাদেরকে ফিরিয়ে দিব। তৃতীয়বার বলবে- وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً اُخْرٰى (ওয়া মিনহা নুখরিজুকুম তা-রতান উখরা) এ মাটি থেকেই আমি তোমাদেরকে পুনরায় উঠাবো।

উৎসঃ ফাতাওয়ায়ে শামী: ৩/১৭৮; আল-আযকার লিন নববী: ১/৪১৬; মুসনাদে আহমাদ, হাদীস নং: ২২১৮৭; মারাসীল আবূ দাউদ, হাদীস নং: ৪২০; সুনানে ইবনে মাজা, হাদীস নং: ১১৩; সুনানে কুবরা, হাদীস নং: ৬৭৩০

উপকারিতাঃ

দাফনের সময় উপস্থিত ব্যক্তিদের জন্য কবরে তিন মুষ্ঠি মাটি দেওয়া মুস্তাহাব। হাদীস শরীফে এসেছে, রাসূল জনৈক সাহাবীর দাফনের সময় লাশের মাথার দিকে তিন মুষ্ঠি মাটি দিয়েছেন। উল্লেখ্য, তিন মুষ্ঠি মাটি দেওয়ার ক্ষেত্রে মাটির চাক দেওয়া কাম্য নয়, তদ্রুপ এক মুষ্টিতে তিন চাক মাটি দিলে তা এক মুষ্টি বলে গণ্য হবে।

উৎসঃ সুনানে ইবনে মাজা, হাদীস নং: ১১৩