দু'আ

কবরে লাশকে ডান কাত করে রাখার সময় এ দু‘আ পড়বে

সকল দু'আ একত্রে দেখুন

কবরে লাশকে ডান কাত করে রাখার সময় এ দু‘আ পড়বে

share dua

۞ بِاسْمِ اللهِ وَعَلٰى مِلَّةِ رَسُوْلِ اللهِ ﷺ

উচ্চারণঃ বিসমিল্লাহি ওয়া ‘আলা মিল্লাতি রসূলিল্লাহ।

অর্থঃ আল্লাহ তা‘আলার নামের সাথে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের তরীকার উপর আমরা তাকে দাফন করছি।

উপকারিতাঃ

ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কবরে মূর্দা দাখিল করার সময় নবী বলেছেন, (এবং রাবী আবূ খালেদ বলেন) মৃত ব্যক্তিকে যখন তার লাহাদ [কবরে] রাখা হয় তখন তিনি উপরোক্ত দু‘আ পড়েছেন।

উৎসঃ কিতাবুল আছার: পৃ. ৩৭৯; মুসনাদে আহমাদ: ২:২৭; সুনানে তিরমিযী, হাদীস নং: ১০৪৬; মুসতাদরাকে হাকেম ১: ৩৬৫