কবরে লাশকে ডান কাত করে রাখার সময় এ দু‘আ পড়বে
۞ بِاسْمِ اللهِ وَعَلٰى مِلَّةِ رَسُوْلِ اللهِ ﷺ
উচ্চারণঃবিসমিল্লাহি ওয়া ‘আলা মিল্লাতি রসূলিল্লাহ।
আল্লাহ তা‘আলার নামের সাথে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের তরীকার উপর আমরা তাকে দাফন করছি।
কিতাবুল আছার: পৃ. ৩৭৯; মুসনাদে আহমাদ: ২:২৭; সুনানে তিরমিযী, হাদীস নং: ১০৪৬; মুসতাদরাকে হাকেম ১: ৩৬৫
ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কবরে মূর্দা দাখিল করার সময় নবী (ﷺ) বলেছেন, (এবং রাবী আবূ খালেদ বলেন) মৃত ব্যক্তিকে যখন তার লাহাদ [কবরে] রাখা হয় তখন তিনি উপরোক্ত দু‘আ পড়েছেন।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে