দু'আ

মুমূর্ষু ব্যক্তিকে তালকীন (পড়ে শোনানো) করবে

সকল দু'আ একত্রে দেখুন

মুমূর্ষু ব্যক্তিকে তালকীন (পড়ে শোনানো) করবে

share dua

۞ لٓاَ اِلٰهَ اِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ

উচ্চারণঃ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।

অর্থঃ একমাত্র আল্লাহ তা’আলা ব্যতীত অন্য কোনো মা’বূদ নেই এবং মুহাম্মদ (ﷺ) আল্লাহ তা’আলার রাসূল।

উপকারিতাঃ

لَا اِلٰهَ اِلَّا اللهُ

আবূ সাঈদ খুদরী (রা:) সূত্রে নবী থেকে বর্ণিত, তিনি বলেন, তোমাদের মৃত্যুমুখীদের পড়ে শোনাও।

উৎসঃ সহীহ মুসলিম, হাদীস নং: ৯১৬; সুনানে তিরমিযী, হাদীস নং: ৯৭৬