মুমূর্ষু ব্যক্তিকে তালকীন (পড়ে শোনানো) করবে
۞ لٓاَ اِلٰهَ اِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ
উচ্চারণঃলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
একমাত্র আল্লাহ তা’আলা ব্যতীত অন্য কোনো মা’বূদ নেই এবং মুহাম্মদ (ﷺ) আল্লাহ তা’আলার রাসূল।
আবূ সাঈদ খুদরী (রা:) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেন, তোমাদের মৃত্যুমুখীদের لَا اِلٰهَ اِلَّا اللهُ পড়ে শোনাও।
সহীহ মুসলিম, হাদীস নং: ৯১৬; সুনানে তিরমিযী, হাদীস নং: ৯৭৬
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে