মৃত্যু নিকটবর্তী অনুভব হলে পড়ার দু‘আ-১
۞ اَللّٰهُمَّ اغْفِرْلِيْ وَارْحَمْنِيْ وَاَلْحِقْنِيْ بِالرَّفِيْقِ الْاَعْلٰى
উচ্চারণঃআল্লাহুম্মাগফিরলী ওয়ার হামনী ওয়া আলহিক্বনী বিররফী-ক্বিল আ‘লা
হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আমার উপর রহমত ও দয়া বর্ষণ করুন এবং আমাকে রফিকে আ’লা (নবী ও সালেহগণ)-এর সাথে মিলিত করে দিন।
আয়িশা (রাযি) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) কে আমার পায়ের উপর হেলান দেওয়া অবস্থায় এই দু‘আ বলতে শুনেছি। বি:দ্র: ইন্তেকালের পূর্বে রাসূলুল্লাহ (ﷺ) উপরোক্ত দু‘আটি বারবার পড়েছেন।
সহীহ বুখারী, হাদীস নং: ৫৬৭৪, সহীহ মুসলিম, হাদীস নং: ২৪৪৪
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে