রুকাইয়ার দু‘আ-৫
۞ اَللّٰهُمَّ اشْفِ عَبْدَكَ يَنْكَأُ لَكَ عَدُوًّا ، أَوْ يَمْشِيْ لَكَ إِلٰى صَلَاةٍ
উচ্চারণঃআল্লাহুম্মাশফি আ’বদাকা ইয়ানকাউ লাকা আদুওয়ান, আউ ইয়ামশী লাকা ইলা সালাতিন।
ইয়া আল্লাহ! আপনি আপনার বান্দাকে রোগমুক্ত করুন, যে আপনার দুশমনকে যখম করবে এবং আপনার সন্তুষ্টি লাভের জন্য কোন (মৃতের) জানাযার সাথে চলবে।
সুনানে আবূ দাউদ, হাদীস নং: ৩১০৭
ইবনে আমর (রাযি) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, যখন কোন ব্যক্তি কোন রোগীকে দেখতে যায়, তখন সে যেন এ দু‘আ পাঠ করে।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে