দুই সিজদার মধ্যবর্তী বৈঠকের দু‘আ
۞ اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ وَاجْبُرْنِيْ وَاهْدِنِيْ وَعَافِنِيْ وَارْزُقْنِيْ
আল্লাহুম্মাগ্ফিরলি ওয়ারহাম্নি ওয়াজ্বুরনি ওয়াহ্দিনি ওয়া ‘আ-ফিনি ওয়ার্যুক্বনি।
হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন, আমার উপর রহম করুন, আমার অবস্থার সংশোধন করুন, আমাকে সৎপথ প্রদর্শন করুন, আমাকে সুস্থতা দান করুন ও আমাকে রিযিক দান করুন।
হযরত ইবনে আব্বাস (রাযি) হতে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) দুই সিজদার মাঝে উক্ত দু‘আ পাঠ করতেন।
সুনানে আবু দাউদ, হাদীস নং: ৮৫০; সুনানে তিরমিযী, হাদীস নং: ২৮৪; সুনানে ইবনে মাজা, হাদীস নং: ৮৯৮
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে