রুকাইয়ার দু‘আ-১
আল্লাহু আকবারু কাবীরান, আল্লাহু আকবার কাবীরান, আল্লাহু আকবার কাবীরান, আলহামদুলিল্লাহি কাছীরান, আলহামদুলিল্লাহি কাছীরান ওয়া সুব্হানাল্লাহে বুকরাতাও ওয়া আসীলা (তিনবার বলেন), আউযু বিল্লাহি মিনাশ–শায়তানির রাজীমি মিন নাফখিহী ওয়া নাফসিহী ওয়া হামযিহী।
আব্দুল্লাহ ইবনে উমর (রাযি) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে নামায আদায় করছিলাম। লোকদের মধ্য থেকে একজন বলে উঠলঃ اَللّٰهُ اَكْبَرُ كَبِيْرًا وَالْحَمْدُ لِلّٰهِ كَثِيْرًا وَسُبْحَانَ اللّٰهِ بُكْرَةً وَّأَصِيْلًا অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞাসা করলেন কে এই বাক্যগুলো বলেছে? লোকদের মধ্য থেকে একজন বলল, আমি বলেছি ইয়া রাসুলাল্লাহ! তিনি বললেন, আমি আাশ্চর্যাম্বিত হলাম ঐ গুলোর জন্য আকাশের সব দরজা খুলে দেয়া হয়েছে। ইবনে উমর (রাযি) বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এই কথা শোনার পর থেকে আমি কোনও দিন এই বাক্যগুলো পড়া বাদ দেইনি।
সহীহ মুসলিম, হাদীস নং: ৬০১; সুনানে নাসায়ী, হাদীস নং: ৮৮৫
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে