সচ্চরিত্র লাভের দু‘আ-২
۞ اَللّٰهُمَّ طَهِّرْ قَلْبِيْ مِنَ النِّفَاقِ وَعَمَلِيْ مِنَ الرِّيَاءِ وَلِسَانِيْ مِنَ الْكَذِبِ وَعَيْنِيْ مِنَ الْخِيَانَةِ فَإِنَّكَ تَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُوْرُ
আল্ল-হুম্মা ত্বহ্হির কলবী মিনান্ নিফা-কি ওয়া ’আমালী মিনার্ রিয়া-য়ি ওয়া লিসা-নী মিনাল কাযিবি ওয়া ’আয়নী মিনাল খিয়া-নাতি ফাইন্নাকা তা’লামু খ-য়িনাতাল আ’ইউনি ওয়ামা- তুখফিস্ সুদূর।
হে আল্লাহ! তুমি আমার অন্তরকে নেফাক থেকে, আমার আমলকে লোক দেখানো থেকে, আমার যবানকে মিথ্যা থেকে এবং আমার চক্ষুকে খেয়ানত করা থেকে পবিত্র কর। আপনি অবশ্যই অবগত আছেন চোখ যা খিয়ানাত করে এবং অন্তরসমূহ যা গোপন করে।
মিশকাতুল মাসাবীহ, হাদীস নং: ২৫০১
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে