আল্লাহর আনুগত্য প্রার্থনা
۞ اَللّٰهُمَّ اجْعَلْنِيْ أُعْظِمُ شُكْرَكَ وَأُكْثِرُ ذِكْرَكَ وَأَتَّبِعُ نُصْحَكَ وَأَحْفَظُ وَصِيَّتَكَ
আল্ল-হুম্মাজ্’আলনী উ’যিমু শুক্রাকা ওয়া উকসিরু যিক্রাকা ওয়া আত্তাবি’উ নুস্হাকা ওয়া আহফাযু ওয়াসিয়্যাতাকা।
হে আল্লাহ! তুমি আমাকে বেশী পরিমাণে তোমার প্রতি শুকরিয়া প্রকাশকারী, তোমাকে অধিক স্মরণকারী, তোমার নসিহাতের অনুসারী এবং তোমার ওয়াসিয়াত (নির্দেশ) স্মরণকারী বানাও।
সুনানে তিরমিযী, হাদীস নং: ৩৬০৪
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে