ইলম চাওয়া এবং প্রশান্ত দেহ ও মন লাভের দু‘আ
۞ اَللّٰهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ وَمِنْ دُعَاءٍ لَا يُسْمَعُ وَ مِنْ قَلْبٍ لَا يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ
আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন ইলমিন লা-ইয়ান ফা’ ওয়ামিন দু‘আ ইন লা-ইয়ুস মা’ ওয়ামিন ক্বলবিন লা-ইয়াখশা’ ওয়ামিন নফসীন লা-তাশবা’
হে আল্লাহ্! আমি সেই জ্ঞান থেকে তোমার নিকট আশ্রয় চাই যা কোন উপকারে আসে না, এমন দু‘আ থেকে যা শোনা হয় না, সেই অন্তর থেকে যা ভীত হয় না এবং সেই দেহ থেকে যা তৃপ্ত হয় না।
সহীহ মুসলিম, হাদীস নং: ২৭২২; সুনানে আবূ দাউদ, হাদীস নং: ১৫৪৮
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে