ক্বওমার দু‘আ-১
۞ سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهْ
সামি‘আল্লা-হু লিমান হামিদাহ।
আল্লাহ তার কথা শোনেন, যে তার প্রশংসা করে।
হযরত আবু হুরায়রা (রাযি) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নামায আরম্ভ করার সময় দাঁড়িয়ে তাকবীর বলতেন। এরপর রুকূ’তে যাওয়ার সময় তাকবীর বলতেন, আবার যখন রুকূ’ থেকে পিঠ সোজা করে উঠতেন তখন উক্ত দু‘আ পাঠ করতেন।
সহীহ বুখারী, হাদীস নং: ৭৮৯
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে