রুকুর দু‘আ
۞ سُبْحَانَ رَبِّيَ الْعَظِيْمْ
সুবহানা রাব্বিয়াল আযীম।
মহাপবিত্র আমার প্রতিপালক যিনি মহান
হযরত হুজাইফা ইবনে ইয়ামান (রাযি) হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছেন, যখন তিনি রুকু করতেন তখন তিন বার সুবহানা রাব্বিয়াল আযীম পড়তেন। এরপর যখন সিজদা করতেন তখন তিন বার সুবহানা রাব্বিয়াল আ‘লা পড়তেন।
সুনানে ইবনে মাজা, হাদীস নং: ৮৮৮; সুনানে দারাকুতনী, হাদীস নং: ১২৭৮, ১/৩৪০; সহীহ ইবনে খুযাইমা, হাদীস নং: ৬৬৮, ১/৩৩৩; তাহাবী শরীফ: ১/২৩৫
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে