দু'আ

সূরা আন-নাসর

সকল দু'আ একত্রে দেখুন

সূরা আন-নাসর


إِذَا جَآءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا

উচ্চারণঃ

ইযা-জাআ নাসরুল্লা-হি ওয়াল ফাতহ। ওয়ারাআইতান্না-ছা ইয়াদখুলূনা ফী দীনিল্লা-হি আফওয়া-জা-। ফাছাব্বিহবিহামদি রাব্বিকা ওয়াছতাগফিরহু ইন্নাহূকা-না তাওওয়া-বা-।

উপকারিতাঃ

হযরত আনাস (রাযি) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর জনৈক সাহাবীকে বলেছিলেন, হে অমুক। তুমি কি বিয়ে করেছ? সে বলল, জ্বী না, ইয়া রাসুলাল্লাহ। আল্লাহর শপথ। আর আমার নিকট বিয়ে করার মত কোন সম্পদও নেই। তিনি বললেন, তোমার নিকট কি সূরা ইখলাস নেই? সে বলল জ্বী, হ্যাঁ। তিনি বললেন, এটি হল কুরআনের এক–তৃতীয়াংশ। তিনি বললেন, তোমার কাছে কি সূরা নাসর নেই? সে বলল, জ্বী হ্যাঁ। তিনি বললেন, এটি হল কুরআনের এক–চতুর্থাংশ। তিনি আবার জিজ্ঞাসা করলেন, তোমার নিকট সূরা কাফিরুন নেই? সে বলল, জ্বী হ্যা। তিনি বললেন, এটি হল কুরআনের এক–চতুর্থাংশ। তিনি আবার প্রশ্ন করলেন, তোমার নিকট কি সূরা যিলযাল নেই? সে বলল জ্বী হ্যাঁ। তিনি বললেন, এটিও কুরআনের এক–চতুর্থাংশ। অতএব তুমি বিয়ে কর। বিয়ে কর।

উচ্চারণঃ

আত্-তারগীব ওয়াত্-তারহীব, হাদীস নং: ২২৮০; সুনানে তিরমিযী, হাদীস নং: ২৮৯৫


এ সম্পর্কিত আরও দু’আ...