জামরাতে কঙ্কর নিক্ষেপের দু‘আ
۞ اَللّٰهُ أَكْبَرْ
উচ্চারণঃআল্লাহু আকবর।
আল্লাহ সর্বশ্রেষ্ঠ।
প্রত্যেকবার রাসূলুল্লাহ (ﷺ) তিন জামারাতের যেকোন জামারাতে কংকর তথা পাথর নিক্ষেপ করতেন তখন বলতেন- اَللّٰهُ أَكْبَرْ প্রথম জামরাত শেষ হওয়ার পর তিনি একটু উচু কিবলার সম্মুখীন হয়ে দাঁড়িয়ে তার হাত উত্থাপিত করতেন এবং দু‘আ করতেন। তিনি একই কাজ দ্বিতীয় জামরাতে কংকর নিক্ষেপের সময়েও করতেন। কিন্তু তৃতীয়বার করতেন না। বি:দ্র: জামরাত হচ্ছে মিনায় পাথর মারার জন্য নির্ধারিত স্থান। এখানে হাজিদের নিয়ম মতো পাথর মারতে হয়। যখন হযরত ইব্রাহীম (আ.) হযরত ইসমাইল (আ.)-কে কুরবানির জন্য নিয়ে যাচ্ছিলেন, তখন শয়তান এ জায়গায় তাঁকে বিরত রাখার জন্য ওয়াসওয়াসা দিয়ে বাধা সৃষ্টি করতে চেয়েছিল। সেই ঘটনা স্মরণ করে এখানে পাথর মারা হয়।
সহীহ বুখারী, হাদীস নং: ১৭৫১
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে