আউযুবিল্লাহ
۞ أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
আ'উযু বিল্লা-হি মিনাশ শাইত্বা-নির রাজীম।
হে আল্লাহ্! আমি অভিশপ্ত শয়তান হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।
হযরত আসওয়াদ ইবনে ইয়াযিদ (রহ) বলেন, আমি হযরত উমর (রাযি) কে তাকবীর দিয়ে নামায শুরু করতে দেখেছি। অতঃপর সানা বলেছেন। অতঃপর আউযুবিল্লাহ পড়েছেন।
সুনানে দারেকুতনী, হাদীস নং: ১১৪৬, ১১৪৭; সুনানে বায়হাকি, কুবরা, হাদীস নং: ২৩৫৮; সুনানে আবূ দাউদ, হাদীস নং: ৭৬৪; ইবনে মাজা, হাদীস নং: ৮০৭; মুসনাদে আহমদ: ৪/৮০; তাবারানী কাবীর, হাদীস নং: ১৫৬৮, ২/১৩৪
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে