সাফা এবং মারওয়া পাহাড়ে আরোহণের দু‘আ
ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শা‘আইরিল্লাহ। আবদাউ বিমা বাদাআল্লাহু বিহী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদাহু লা শরীকালাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়াদাহু, ওয়া নাসারা আবদাহু, ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু।
নিশ্চয়ই সাফা-মারওয়া পাহাড় আল্লাহর নিদর্শানাবলীর মধ্য থেকে অন্যতম নিদশর্ন। আল্লাহ যেভাবে শুরু করেছেন, আমিও সেভাবে শুরু করছি। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। তিনি একক। তার কোন শরীক নাই। সকল ক্ষমতা তার এবং সকল প্রশংসার উপযুক্ত তিনিই। তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, তিনি একক, তিনি তার ওয়াদা পূরন করেন, তার বান্দাদের সাহায্য করেন এবং একাই সম্মিলিত দুশমন বাহিনীকে পরাজিত করেন।
হযরত জাবির (রাযি) থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ (ﷺ) যখন সাফা পাহাড়ে আরোহণ করতেন তখন বলতেনঃ إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِاللهِ أَبْدَأُ بِمَا بَدَأَ اللهُ بِه এরপর সাফা পাহাড়ের শীর্ষে আরোহণের পর যখন কাবা শরীফ দেখতে পেতেন তখন বলতেন- اَللّٰهُ أَكْبَرْ ، اَللّٰهُ أَكْبَرْ ، اَللّٰهُ أَكْبَرْ ، তারপর তিনি সাফা পাহাড়ে উঠে, কাবামুখী হয়ে নীচের দু‘আ ৩ বার পড়তেন- لَا إِلٰهَ إِلَّا اللهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، لَا إِلٰهَ إِلَّا اللهُ وَحْدَهٗ ، أَنْجَزَ وَعْدَهٗ ، وَنَصَرَ عَبْدَهٗ ، وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهٗ
সহীহ মুসলিম, হাদীস নং: ১২১৮; সুনানে আবূ দাঊদ, হাদীস নং: ১৯০৫; সুনানে তিরমিযী, হাদীস নং : ৮৬২; সুনানে ইবনে মাজা, হাদীস নং ৩০৭৪
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে