হজরে আসওয়াদকে চুমু দিয়ে বা ইশারা করে তাওয়াফ শুরু করার দু‘আ
সকল দু'আ একত্রে দেখুন
আল্লাহু আকবার।
আল্লাহ সবার চেয়ে বড়।
সহীহ বুখারী, হাদীস নং: ১৬১২-১৬১৩, ১৬৩২
কাবাঘর তওয়াফ করার সময় রাসূলুল্লাহ (ﷺ) উটের পিঠে সওয়ার হয়ে তার সাহাবী (রাযি) নিয়ে যখনই হজরে আসওয়াদ পাথরের কাছে পৌছতেন তখনই এই দু‘আ বলতেন।
এ সম্পর্কিত আরও দু’আ...
38টি বিষয় পাওয়া গেছে