হজরে আসওয়াদকে চুমু দিয়ে বা ইশারা করে তাওয়াফ শুরু করার দু‘আ
সকল দু'আ একত্রে দেখুন
۞ اَللّٰهُ أَكْبَرْ
উচ্চারণঃ আল্লাহু আকবার।
অর্থঃ আল্লাহ সবার চেয়ে বড়।
উৎসঃ null
উপকারিতাঃ
কাবাঘর তওয়াফ করার সময় রাসূলুল্লাহ উটের পিঠে সওয়ার হয়ে তার সাহাবী (রাযি) নিয়ে যখনই হজরে আসওয়াদ পাথরের কাছে পৌছতেন তখনই এই দু‘আ বলতেন।
উৎসঃ সহীহ বুখারী, হাদীস নং: ১৬১২-১৬১৩, ১৬৩২
এ সম্পর্কিত আরও দু’আ...