তালবিয়া
ইহরাম অবস্থায় ‘তালবিয়া’ পাঠ করতে হয়।
তালবিয়ার বাক্যগুলো এরূপ:-
۞ لَبَّيْكَ اَللّٰهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لاَ شَرِيْكَ لَكَ
উচ্চারণঃলাব্বায়কা আল্লাহুম্মা লাব্বায়িক, লাব্বায়কা লা শারীকা লাকা লাব্বায়িক, ইন্নাল হামদা ওয়ান্ নি’মাতা লাকা ওয়াল মূলক, লা শারীকালাক।
আমি উপস্থিত, হে আল্লাহ্! আমি উপস্থিত; আমি উপস্থিত, তোমার কোন শরীক নেই, আমি উপস্থিত; নিশ্চয় সব প্রশংসা এবং অশেষ অনুগ্রহ এবং আধিপত্যের তুমিই মালিক তোমার কোন অংশীদার নেই।
ইহরাম, হজ্জ ও উমরাহর জন্য তালবিয়া পাঠ করা একান্ত জরুরী। হজ্জে ৩টি ফরযের এটা অন্যতম। বি:দ্র: মসজিদে হারামে প্রবেশের পূর্বে তালবিয়া বলা বন্ধ করতে হবে।
সহীহ বুখারী, হাদীস নং: ১৫৪৯, ১৫৫০; সহীহ মুসলিম, হাদীস নং: ১১৮৪, ১২১৮; সুনানে আবূ দাউদ, হাদীস নং: ১৮১২; সুনানে তিরমিযী, হাদীস নং: ৮২৫; ৮২৬
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে