ঈদের শুভেচ্ছা জ্ঞাপন

۞ تَقَبَّلَ اللّٰهُ مِنَّا وَمِنْكَ
উচ্চারণঃ তাকাব্বালাল্লাহু মিন্না ও মিনকা।
অর্থঃ আল্লাহ তা‘আলা আমার ও আপনার ঈদ উদযাপন কবূল করুন।
উৎসঃ সুনানুল কুবরা, হাদীস নং: ৬৫১৯; আল মুজামুল কাবীর, হাদীস নং: ১২৩
উপকারিতাঃ
সাহাবায়ে কেরাম ঈদের দিন কারো সঙ্গে সাক্ষাত হলে তাকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য এই দু‘আটি বলতেন।
উৎসঃ null