তাকবীরে তাশরীক

۞ اَللهُ أَكْبَرْ اَللهُ أَكْبَرْ. لَاۤ اِلٰهَ اِلَّا اللهُ . وَللهُ أَكْبَرْ اَللهُ أَكْبَرْ. وَ لِلّٰهِ الْحَمْدُ
উচ্চারণঃ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।
অর্থঃ আল্লাহ মহান! আল্লাহ মহান! আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, এবং আল্লাহ মহান, আল্লাহ মহান। এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।
উৎসঃ সুনানে দারা কুতনী (উর্দু), হাদীস নং: ১৭১৯
উপকারিতাঃ
তাকবীরে তাশরীফ পড়ার নিয়ম যিলহজ্জ মাসের নয় তারিখ অর্থাৎ হজ্জের দিন ফজরের নামাযের পর থেকে ১৩‘ই যিলহজ্জ আসর পর্যন্ত তাকবীরে তাশরীক পাঠ করা ওয়াজিব। ঈদুল আজহার দিবসে জোরে জোরে শব্দ করত তাকবীরে তাশরীক পড়তে পড়তে এক পথ দিয়ে ঈদের ময়দানে যাবে এবং নামায শেষে অন্য পথে আসা সুন্নাত। এবং কুরবানী করত উহার গোশত দ্বারা খানা খাওয়া সুন্নাত। আর ঈদুল ফিতরের দিবসে নামাযের পূর্বে মিষ্টান্ন খাওয়া সুন্নাত। মোটকথা- যিলহজ্জ মাসের ৯ তারিখকে আরাফার দিন বলে, দশ তারিখকে ইয়াওমুন নাহার বা কুরবানীর দিন বলা হয়।