শবে ক্বদরে পড়ার দু‘আ
اَللّٰهُمَّ اِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ ۞
উচ্চারণঃআল্লাহুম্মা ইন্নাকা ‘আফুউয়ুন তুহিব্বুল ‘আফওয়া ফা‘ফু ‘আন্নী।
হে আল্লাহ! নিশ্চয়ই আপনি অতি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন। সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন।
সুনানে ইবনে মাজা, হাদীস নং: ৩৮৫০
রাসূলুল্লাহ (ﷺ) কে হযরত আয়িশা (রাযি) রমাদানের শেষ দশদিনের দু‘আ সম্পর্কে জিজ্ঞেস করলে রাসূলুল্লাহ (ﷺ) উপরোক্ত দু‘আটির কথা বলেছিলেন।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে