দু'আ

শবে ক্বদরে পড়ার দু‘আ

সকল দু'আ একত্রে দেখুন

শবে ক্বদরে পড়ার দু‘আ

share dua

اَللّٰهُمَّ اِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ ۞

উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নাকা ‘আফুউয়ুন তুহিব্বুল ‘আফওয়া ফা‘ফু ‘আন্নী।

অর্থঃ হে আল্লাহ! নিশ্চয়ই আপনি অতি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন। সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন।

উপকারিতাঃ

রাসূলুল্লাহ কে হযরত আয়িশা (রাযি) রমাদানের শেষ দশদিনের দু‘আ সম্পর্কে জিজ্ঞেস করলে রাসূলুল্লাহ উপরোক্ত দু‘আটির কথা বলেছিলেন।

উৎসঃ সুনানে ইবনে মাজা, হাদীস নং: ৩৮৫০


এ সম্পর্কিত আরও দু’আ...