শবে ক্বদরে পড়ার দু‘আ
اَللّٰهُمَّ اِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ ۞
উচ্চারণঃআল্লাহুম্মা ইন্নাকা ‘আফুউয়ুন তুহিব্বুল ‘আফওয়া ফা‘ফু ‘আন্নী।
হে আল্লাহ! নিশ্চয়ই আপনি অতি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন। সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন।
রাসূলুল্লাহ (ﷺ) কে হযরত আয়িশা (রাযি) রমাদানের শেষ দশদিনের দু‘আ সম্পর্কে জিজ্ঞেস করলে রাসূলুল্লাহ (ﷺ) উপরোক্ত দু‘আটির কথা বলেছিলেন।
সুনানে ইবনে মাজা, হাদীস নং: ৩৮৫০
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে