দু'আ

অন্যের বাড়ীতে ইফতার করলে এ দু‘আ পাঠ করবে

সকল দু'আ একত্রে দেখুন

অন্যের বাড়ীতে ইফতার করলে এ দু‘আ পাঠ করবে

share dua

۞ اَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُوْنَ وَاَكَلَ طَعَامَكُمُ الْاَ بْرَارُ وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ

উচ্চারণঃ আফত্বরা ‘ইনদাকুমুস সা-ইমূন ওয়া আকালা ত্ব‘আমাকুমুল আবরার, ওয়া সল্লাত ‘আলাইকুমুল মালাইকাতু।

অর্থঃ রোযাদারগণ যেন তোমাদের বাড়ীতে ইফতার করে এবং নেক লোকেরা যেন তোমাদের খানা খায় এবং ফেরেশতাগণ যেন তোমাদের উপর রহমতের দু‘আ করে।

উৎসঃ সুনানে আবু দাউদ, হাদীস নং: ৩৮৫৪; সুনানে নাসায়ী, হাদীস নং: ১০১২৯, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ, হাদীস নং: ২৯৯


এ সম্পর্কিত আরও দু’আ...