দু'আ

ইফতারের সময় পড়বে-২

সকল দু'আ একত্রে দেখুন

ইফতারের সময় পড়বে-২

share dua

۞ اَللّٰهُمَّ لَكَ صُمْتُ وَعَلٰى رِزْقِكَ اَفْطَرْتُ

উচ্চারণঃ আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিজকিকা আফত্বারতু।

অর্থঃ হে আল্লাহ! আমি আপনার জন্যেই রোযা রেখেছি এবং আপনার রিযিক দ্বারা ইফতার করছি।

উপকারিতাঃ

হযরত মু‘আয ইবনে যুহরা (রাযি) নবী কারীম থেকে বর্ণনা করেছেন যে, তিনি ইফতারের সময় এই দু‘আ পড়তেন। (সুনানে আবূ দাউদ, হাদীস নং: ২৩৫৮; আল-ফাতহুর রাব্বানি, ৪: ৩৩৯) হাদিসের ব্যাখ্যাঃ ইফতারের সময় হওয়ার পর দ্রুত ইফতার করা ছিল নবীগণের বৈশিষ্ট্য। সাহাবায়ে কেরামও দ্রুত ইফতার করতেন। নবী কারীম বলেন, মানুষ ততদিন খায়র কল্যাণের মাঝে থাকবে যতদিন তারা সময় হওয়ার সাথে সাথে দ্রুত ইফতার করবে। (সহীহ বুখারী, হাদীস নং: ১৯৫৭; সহীহ মুসলিম, হাদীস নং: ১০৯৮) অন্য বর্ণনায় পাওয়া যায়, ততদিন দ্বীন প্রতিষ্ঠিত থাকবে যতদিন মানুষ দ্রুত ইফতার করবে। কেননা ইহুদী-নাসারারা এক্ষেত্রে বিলম্ব করে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং: ৮৯৪৪) হাদীসে কুদসীতে এসেছে, আল্লাহ তা‘আলা বলেন, সময় হওয়ার সাথে সাথে দ্রুত ইফতারকারী আমার নিকট সবচেয়ে প্রিয়। (সুনানে তিরমিযী, হাদীস নং: ৭০০; মুসনাদে আহমাদ, হাদীস নং: ৭২৪১, ৮৩৬০) একবার হযরত মাসরূক রাহ. হযরত আয়িশা (রাযি)-কে জিজ্ঞাসা করলেন, হে উম্মুল মু'মিনীন! মুহাম্মাদ এর সাহাবীদের দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তি ইফতার নামাযে ত্বরান্বিত করে এবং অন্য এক ব্যক্তি ইফতার নামায বিলম্ব করে। আম্মাজান জিজ্ঞাসা করলেন, তবে দ্রুত করেন কে? বললেন, আবদুল্লাহ ইবনে মাসউদ (রাযি)। হযরত আয়িশা (রাযি) বললেন, রাসূলুল্লাহ এমনটিই করতেন। (সহীহ মুসলিম, হাদীস নং: ১০৯৯; সুনানে তিরমিযী, হাদীস নং: ৭০২)


এ সম্পর্কিত আরও দু’আ...