রমযান মাসে পড়ার দু‘আ
۞ اَللّٰهُمَّ اِنَّا نَسْئَلُكَ الْجَنَّةَ وَنَعُوْذُبِكَ مِنَ النَّارِ
উচ্চারণঃআল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া না‘ঊযুবিকা মিনান নারি।
হে আল্লাহ! আপনি আমাদেরকে জান্নাত দান করেন এবং জাহান্নাম থেকে রক্ষা করেন।
আবূ সালিহ রাসূলুল্লাহ (ﷺ) এর জনৈক সাহাবী থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তিকে বললেন, তুমি সালাতে কি পড়? সে তদুত্তরে বলল, আমি তাশাহহুদ পাঠ করি, তারপর এই দু‘আ পড়ি।
আল মুসনাদ (ফাতহুর রাব্বানী), হাদীস নং: ৭৪৫
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে