দু'আ

রমযান মাসে পড়ার দু‘আ

সকল দু'আ একত্রে দেখুন

রমযান মাসে পড়ার দু‘আ

share dua

۞ اَللّٰهُمَّ اِنَّا نَسْئَلُكَ الْجَنَّةَ وَنَعُوْذُبِكَ مِنَ النَّارِ

উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া না‘ঊযুবিকা মিনান নারি।

অর্থঃ হে আল্লাহ! আপনি আমাদেরকে জান্নাত দান করেন এবং জাহান্নাম থেকে রক্ষা করেন।

উপকারিতাঃ

আবূ সালিহ রাসূলুল্লাহ এর জনৈক সাহাবী থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ এক ব্যক্তিকে বললেন, তুমি সালাতে কি পড়? সে তদুত্তরে বলল, আমি তাশাহহুদ পাঠ করি, তারপর এই দু‘আ পড়ি।

উৎসঃ আল মুসনাদ (ফাতহুর রাব্বানী), হাদীস নং: ৭৪৫


এ সম্পর্কিত আরও দু’আ...