রজব ও শা‘বান মাসের দু‘আ
۞ اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِيْ رَجَبَ وَشَعْبَانَ وَبَلِّغْنَا رَمَضَانَ
উচ্চারণঃআল্লাহুম্মা বারিক লানা ফী রজাবা ওয়া শা‘বানা ওয়া বাল্লিগনা রমাযানা।
হে আল্লাহ! আপনি আমাদেরকে রজব ও শা’বান মাসের বরকত দান করুন ও আমাদেরকে রামাযান মাসে পৌঁছে দিন।
হযরত আনাস (রাযি) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রজব মাস আসলে এ দু‘আ পড়তেন।
আত-তাবারানী, হাদীস নং: ৩৯৩৯; বাইহাকী, হাদীস নং: ৩৮১৫
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে