নতুন চাঁদ দেখে পড়ার দু‘আ-১
۞ اَللّٰهُمَّ اَهِلَّهٗ عَلَيْنَا بِالْاَمْنِ وَالْاِيْمَانِ وَالسَّلَامَةِ وَالْاِسْلَامِ رَبِّيْ وَرَبُّكَ اللّٰهُ
উচ্চারণঃআল্লাহুম্মা আহিল্লাহু ‘আলাইনা বিল আমনি ওয়াল ইমানি, ওয়াস সালামাতি ওয়াল ইসলামি, রাব্বী ওয়া রব্বুকাল্লাহ।
হে আল্লাহ, এই চাঁদকে আমাদের উপর বরকত, ইমান, শান্তি ও ইসলামের সহিত উদিত করুন, হে চাঁদ, আমার ও তোমার রব আল্লাহ তা’আলা।
মুহাম্মদ ইবনে বাশশার (রহ) হযরত তালহা ইবনে ওবায়দুল্লাহ (রাযি) থেকে বর্ণনা করেন, নবী কারীম (ﷺ) যখন নতুন চাঁদ দেখিতেন তখন এই দু‘আ পড়তেন।
সুনানে তিরমিযী, হাদীস নং: ৩৪৫১; মুসতাদরাকে হাকিম, ৪: ২৮৫
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে