বৃষ্টি হওয়ার সময় এই দু‘আ পড়বে
۞ اَللّٰهُمَّ صَيِّبًا نَافِعًا
উচ্চারণঃআল্লহুম্মা ছইয়্যিবান নাফি‘আন।
হে আল্লাহ! (এ বৃষ্টিকে) কল্যাণকর, বরকতপূর্ণ এবং উপকারী বানিয়ে দিন।
হযরত আয়িশা (রাযি) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বৃষ্টি দেখলে উপরোক্ত দু‘আ বলতেন।
সহীহ বুখারী, হাদীস নং: ১০৩২; সুনানে ইবনে মাজা, হাদীস নং: ২৭৭; সুনানে আবূ দাউদ, হাদীস নং ২: ৩৩৯
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে