বৃষ্টি হওয়ার সময় এই দু‘আ পড়বে
۞ اَللّٰهُمَّ صَيِّبًا نَافِعًا
উচ্চারণঃআল্লহুম্মা ছইয়্যিবান নাফি‘আন।
হে আল্লাহ! (এ বৃষ্টিকে) কল্যাণকর, বরকতপূর্ণ এবং উপকারী বানিয়ে দিন।
সহীহ বুখারী, হাদীস নং: ১০৩২; সুনানে ইবনে মাজা, হাদীস নং: ২৭৭; সুনানে আবূ দাউদ, হাদীস নং ২: ৩৩৯
হযরত আয়িশা (রাযি) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বৃষ্টি দেখলে উপরোক্ত দু‘আ বলতেন।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে