মেঘের গর্জন শুনলে পড়বে-১

۞ اَللّٰهُمَّ لاَ تَقْتُلْنَا بِغَضَبِكَ وَلَا تُهْلِكْنَا بِعَذَابِكَ وَعَافِنَا قَبْلَ ذٰلِكَ
উচ্চারণঃ আল্লহুম্মা লা তাক্বতুলনা বি গদ্বাবিকা ওয়ালা তুহলিকনা বি ‘আযাবিকা ওয়া ‘আাফিনা ক্ববলা যালিকা।
অর্থঃ হে আল্লাহ! দয়া করে আপনি আমাদেরকে আপনার গযবের দ্বারা মৃত্যু দেবেন না এবং আপনার আযাব দ্বারা ধ্বংস করবেন না। বরং এর পূর্বেই আমাদেরকে শান্তি ও নিরাপত্তা দান করুন।
উপকারিতাঃ
কুতায়বা (রহ) হযরত আবদুল্লাহ ইবনে উমর (রাযি) তার পিতা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ যখন মেঘের ও বজ্রের আওয়াজ শুনতেন তখন এই দু‘আ বলতেন।
উৎসঃ মুসনাদে আহমাদ, হাদীস নং: ৫৭৬৩; সুনানে তিরমিযী, হাদীস নং: ৩৪৫০