প্রচণ্ড ঝড়-বাতাস বইতে শুরু করলে পড়বে
۞ اَللّٰهُمَّ اِنِّىْ اَسْاٴَ لُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيْهَا وَخَيْرَ مَا اُرْسِلَتْ بِهٖ وَاَعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيْهَا وَشَرِّ مَا اُرْسِلَتْ بِهٖ
উচ্চারণঃআল্লহুম্মা ইন্নী আসআলুকা খইরাহা- ওয়া খইরা মা- ফী-হা- ওয়া খইরামা- উরসিলতা বিহি- ওয়া আ‘ঊযুবিকা মিন শাররিহা ওয়া শাররি মা-ফী-হা- ওয়া শাররি মা-উরসিলাত বিহি-।
হে আল্লাহ! আমি আপনার নিকট প্রার্থনা করি এর কল্যাণ, এর মধ্যকার কল্যাণ এবং যা এর সাথে প্রেরিত হয়েছে তার কল্যাণ। আর আমি আপনার আশ্রয় চাই এর অনিষ্ট থেকে, এর ভেতরে নিহিত অনিষ্ট থেকে এবং যা এর সাথে প্রেরিত হয়েছে তার অনিষ্ট থেকে।
আবদুর রহমান ইবনে আসওয়াদ আবূ আমর বাসরী (রহ) আয়িশা (রাযি) থেকে বর্ণিত তিনি বলেন, নবী (ﷺ) যখন ঝাঞ্চা বায়ু বইতে দেখতেন তখন এই দু‘আ বলতেন।
সুনানে তিরমিযী, হাদীস নং: ৩৪৪৯
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে