আকাশ মেঘাচ্ছন্ন দেখলে পড়বে
সকল দু'আ একত্রে দেখুন
۞ اَللّٰهُمَّ اِنَّا نَعُوْذُبِكَ مِنْ شَرِّمَا اُرْسِلَ بِهٖ
উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্না না‘ঊযুবিকা মিন শাররি মা উরসিলা বিহি।
অর্থঃ অর্থ: হে আল্লাহ! আমরা আপনার নিকট ঐ সকল অনিষ্ট থেকে পানাহ চাচ্ছি, যাকে এ মেঘ বহন করে এনেছে।
উৎসঃ সুনানে ইবনে মাজা, হাদীস নং: ৩৮৮৯
এ সম্পর্কিত আরও দু’আ...