মসজিদ থেকে বের হওয়ার দু‘আ

۞ بِسْمِ اللهِ. وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِ اللهِ. اَللّٰهُمَّ اِنِّيْ اَسْئَلُكَ مِنْ فَضْلِكَ
উচ্চারণঃ বিসমিল্লাহি ওয়াস্সালা-তু ওয়াস্সালা-মু ‘আলা- রাসূ-লিল্লাহি আল্লহুমা ইন্নি আস আলুকা মিন ফাদ্বলিক।
অর্থঃ আল্লাহ তা‘আলার নামে শুরু করছি। আল্লাহ তা‘আলার রাসূল (ﷺ) এর প্রতি দরূদ, রহমত ও শান্তি বর্ষিত হোক। হে আল্লাহ! আমি আপনার নিকট হালাল রুজির প্রার্থনা করছি।
উপকারিতাঃ
হযরত আবূ হুমায়দ সায়িদী (রাযি) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের কেউ যখন মসজিদ থেকে বের হয়, তখন যেন উক্ত দু‘আ পাঠ করে।
উৎসঃ সুনানে ইবনে মাজা, হাদীস নং: ৭৭২, সহীহ মুসলিম, হাদীস নং: ৭১৩