শ্বেত ও কুষ্ঠরোগ এবং মহামারী থেকে পানাহ চাওয়ার দু‘আ

۞ اَللّٰهُمَّ اِنِّىْ اَعُوْذُ بِكَ مِنَ الْبَرَصِ وَ الْجُنُوْنِ وَ الْجُذَامِ وَمِنْ سَىِّءِ الْاَسْقَامِ
উচ্চারণঃ আল্লহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন ছাইয়্যি ইল আসক্বম।
অর্থঃ হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় চাই শ্বেতকুষ্ঠ উন্মাদনা, কুষ্ঠরোগ এবং সমস্ত খারাপ রোগ থেকে।
উৎসঃ null
উপকারিতাঃ
হযরত আনাস (রাযি) থেকে বর্ণিত, নবী কারীম এই দু‘আ পড়তেন।
উৎসঃ সুনানে আবূ দাউদ, হাদীস নং: ১৫৫৪; সুনানে নাসায়ী, হাদীস নং: ৫৪৯৩; মুসনাদে আহমাদ, হাদীস নং: ১২৫৯২