দু'আ

মসজিদে প্রবেশের দু‘আ-২

সকল দু'আ একত্রে দেখুন

মসজিদে প্রবেশের দু‘আ-২

share dua

‏ ۞ أَعُوْذُ بِاللهِ الْعَظِيْمِ وَبِوَجْهِهِ الْكَرِيْمِ وَسُلْطَانِهِ الْقَدِيْمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

উচ্চারণঃ আ‘ঊযু বিল্লা-হিল ‘আযীম, ওয়া বিওয়াজহিহিল কারীম, ওয়াসুলতা-নিহিল ক্বদীম, মিনাশ শাইত্বা-নির রাজীম।

অর্থঃ আমি মহান আল্লাহর নিকট তাঁর করুণাসিক্ত জাত ও চির পরাক্রমশালী শক্তির মাধ্যমে-অনিষ্টকারী শয়তান হতে আত্মরক্ষার জন্য সাহায্য প্রার্থনা করছি।

উপকারিতাঃ

হযরত উকবা (রাযি) বলেন, যখন কেউ এই দু‘আ পাঠ করে তখন শয়তান বলে, এই ব্যক্তি আজ সারা দিনের জন্য আমার অনিষ্ট হতে রক্ষা পেল।

উৎসঃ সূনানে আবূ দাউদ, হাদীস নং: ৪৬৬


এ সম্পর্কিত আরও দু’আ...