শত্রু বা যালিমের সম্মুখীন হলে পড়বে–২

۞ حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيْلُ
উচ্চারণঃ হাসবুনাল্লা-হু ওয়া নি‘মাল ওয়াকীল
অর্থঃ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক।
উৎসঃ null
উপকারিতাঃ
حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيْلُ এ
হযরত ‘আব্দুল্লাহ ইবনে ‘আব্বাস (রাযি) বলেন, الْوَكِيْلُ এ কথাটি হযরত ইবরাহীম (আ) বলেছিলেন, যখন তাঁকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। এবং এটি মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামও বলেছিলেন, যখন লোকে বলেছিল, (মক্কার কাফির) লোকেরা তোমাদের (সাথে যুদ্ধ করার) জন্য (পুনরায়) সেনা সংগ্রহ করেছে, সুতরাং তাদেরকে ভয় কর। তখন এটা (এই সংবাদ) তাদের ঈমানের মাত্রা আরও বাড়িয়ে দেয় এবং তারা বলে ওঠে, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক। বুখারী শরীফের অপর এক বর্ণনায় আছে, ইবরাহীম (আ)–কে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন তাঁর সর্বশেষ কথা ছিল এটি।
উৎসঃ সহীহ বুখারী, হাদীস নং: ৪৫৬৩