শত্রু বা যালিমের সম্মুখীন হলে পড়বে-১
۞ اَللّٰهُمَّ أَنْتَ عَضُدِيْ ، وَأَنْتَ نَصِيْرِيْ ، بِكَ أَحُوْلُ وَبِكَ أَصُوْلُ، وَبِكَ أُقاتِلُ
উচ্চারণঃআল্লহুম্মা আনতা ‘আদ্বুদী, ওয়া আনতা নাসীরী, বিকা আহূলু, ওয়া বিকা আসূলু, ওয়া বিকা উক্বা-তিলু
হে আল্লাহ! আপনি আমার শক্তি এবং আপনি আমার সাহায্যকারী; আপনারই সাহায্যে আমি বিচরণ করি, আপনারই সাহায্যে আমি আক্রমণ করি এবং আপনারই সাহায্যে আমি যুদ্ধ করি।
সুনানে আবূ দাউদ, হাদীস নং: ২৬৩২; সুনানে তিরমিযী, হাদীস নং: ৩৫৮৪
হযরত আনাস (রাযি) থেকে বর্ণিত, তিনি বলেন, জিহাদ করার সময় নবী (ﷺ) এই দু‘আ বলতেন।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে