শত্রু বা যালিমের সম্মুখীন হলে পড়বে-১
۞ اَللّٰهُمَّ أَنْتَ عَضُدِيْ ، وَأَنْتَ نَصِيْرِيْ ، بِكَ أَحُوْلُ وَبِكَ أَصُوْلُ، وَبِكَ أُقاتِلُ
আল্লহুম্মা আনতা ‘আদ্বুদী, ওয়া আনতা নাসীরী, বিকা আহূলু, ওয়া বিকা আসূলু, ওয়া বিকা উক্বা-তিলু
হে আল্লাহ! আপনি আমার শক্তি এবং আপনি আমার সাহায্যকারী; আপনারই সাহায্যে আমি বিচরণ করি, আপনারই সাহায্যে আমি আক্রমণ করি এবং আপনারই সাহায্যে আমি যুদ্ধ করি।
হযরত আনাস (রাযি) থেকে বর্ণিত, তিনি বলেন, জিহাদ করার সময় নবী (ﷺ) এই দু‘আ বলতেন।
সুনানে আবূ দাউদ, হাদীস নং: ২৬৩২; সুনানে তিরমিযী, হাদীস নং: ৩৫৮৪
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে