কঠিন কাজকে সহজ করার দু‘আ
۞ اَللّٰهُمَّ لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهٗ سَهْلًا، وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ سَهْلًا إِذَا شِئْتَ
আল্লা-হুম্মা, লা-সাহলা ইল্লা-মা জা‘আলতাহূ সাহলান। ওয়া আনতা তাজ্‘আলুল হাযনা সাহ্লান ইযা শি’তা।
হে আল্লাহ আপনি যা সহজ করেন তা ছাড়া কিছুই সহজ নয়। আর আপনি ইচ্ছা করলে কঠিনকে সহজ করেন।
সহীহ ইবনে হিব্বান, হাদীস নং: ৯৭৪; আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ, হাদীস নং: ৩৫১
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে