মসজিদে প্রবেশের দু‘আ-১
۞ بِسْمِ اللهِ. وَالصَّلَا ةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِ اللهِ. اَللّٰهُمَّ افْتَحْ لِيْ اَبْوَابَ رَحْمَتِكَ
উচ্চারণঃবিসমিল্লাহি ওয়াস্সালাতু ওয়াস্সালামু’ আলা রাসূলিল্লাহ্ আল্লাহুম্মাফ্তাহলি আবওয়াবা রাহমাতিকা।
আল্লাহ তা‘আলার নামে (প্রবেশ করছি।) আল্লাহ তা‘আলার রাসূল (ﷺ) এর উপর রহমত ও শান্তি বর্ষিত হোক। হে আল্লাহ! আমার জন্য আপনার রহমতের দ্বার উন্মুক্ত করে দিন।
সুনানে ইবনে মাজা, হাদীস নং: ৭৭২
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে