দুশ্চিন্তা বা বিপদগ্রস্তের দু‘আ-৪
۞ لَاۤ اِلٰهَ اِلَّاۤ أَنْتَ سُبْحَانَكَ إِنِّيْ كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায যালিমীন
আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আপনি পবিত্র-মহান, নিশ্চয় আমি যালেমদের অন্তর্ভুক্ত।
হযরত সা’দ ইবনে আবী ওয়াক্কাস (রাযি) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ তা’আলার নবী যুননূন ইউনুস (আ:) মাছের পেটে থাকাকালে যে দু‘আ করেছিলেন তা হল, “তুমি ব্যতীত কোন মা’বূদ নেই, তুমি অতি পবিত্র। আমি নিশ্চয় যালিমদের দলভুক্ত। যে কোনো মুসলিম লোক কোনো বিষয়ে কখনো এ দু‘আ করলে অবশ্যই আল্লাহ তা’আলা তাঁর দু‘আ কবূল করেন।
সুনানে তিরমিযী, হাদীস নং: ৩৫০৫
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে